ঢাকা, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : জাতীয় লজিস্টিক্স উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় জাতীয় লজিস্টিক্স উন্নয়ন নীতি প্রণয়ন, বিদ্যমান নীতি কাঠামো সহজীকরণ, বিদেশী বিনিয়োগ বৃদ্ধি ইত্যাদি বিষয়ে গঠিত জাতীয় কমিটিকে সহায়তা করার জন্য ৫টি মাল্টি সেক্টরাল উপ-কমিটি গঠন করা হয়েছে।
আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় লজিস্টিক্স উন্নয়ন ও সমন্বয় কমিটির ২য় সভায় এসব উপ-কমিটি গঠন করা হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের জাতীয় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন, রপ্তানী সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ ও ব্যাপক কর্মসংস্থানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে সভাপতি করে সরকারি, বেসরকারি ও উন্নয়ন সহযোগী সংস্থাকে নিয়ে গত ২২ জানুয়ারি ২৯ সদস্য বিশিষ্ট এই জাতীয় কমিটি গঠন করা হয়েছে।
লজিস্টিক্স খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য উপ-কমিটিসমূহের কার্যপরিধি এ সভায় নির্ধারণ করা হয়। সর্বশেষে বাংলাদেশে বিদ্যমান লজিস্টিক্স পরিসেবার দক্ষতা বৃদ্ধিতে দ্রুত বাস্তবায়নযোগ্য কতিপয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।