,

মোংলা বন্দরে দেশি-বিদেশী জাহাজকে নিরপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা

বাগেরহাট, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : ঘূর্ণিঝড় ‘মোখা’র সম্ভাব্য বিপদ সামনে রেখে সবধরনের প্রস্তুতি নিয়েছে মোংলা সমুদ্র বন্দর কর্তৃপক্ষ।
বন্দরে নিজস্ব সতর্ক সংকেত এলার্ট-২ জারি করা হয়েছে। তবে শনিবার দুপুর পর্যন্ত বন্দরের মালামাল ওঠানামা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মাদ শাহীন মজিদ। তিনি আরো জানান ইতি মধ্যে বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।  বন্দর এলাকায় এই মুহুর্তে ৭টি বিদেশী জাহাজ এবং ১১টি দেশী জাহাজ রয়েছে।
এসব জাহাজ ও জাহাজের পাশে অবস্থান করা পণ্য নিতে আসা ছোট লাইটার, বার্জ ও কোস্টারগুলোকেও নিরপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
গতকাল থেকেই লাইটার জাহাজগুলো নিরাপদ স্থানে যেতে শুরু করেছে।
বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান বলেন, দূর্যোগ পরিস্থিতিতে বন্দরের একটি নিজস্ব সতর্ক সংকেত ব্যবস্থা রয়েছে। এটা সর্বোচ্চ চার পর্যন্ত উঠতে পারে। বর্তমানে বন্দরে ২ নম্বর এলার্ট চলছে। আমরা পরিস্থিতি পযবেক্ষণ করছি, সতর্ক সংকেত এ্যালার্ট-৩ এ পৌছালে বন্দরের কার্যক্রম বন্ধ করা হবে বলে জানান তিনি।
মোংলা আবহাওয়া অফিসের ইন-চার্জ হারুনুর রশিদ বলেন, ঘূর্ণিঝড় ‘মোখা’ মোংলা সমুদ্র বন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দূরে দক্ষিণে অবস্থান করছে।
এটা এখন চট্রগ্রাম ও মায়ানমারের দিকে অগ্রসর হচ্ছে। মোংলায় চার নম্বর হুশিয়ারি সংকেত বহাল রয়েছে।
এদিকে মোখার প্রভাবে মোংলার পশুর নদী দিয়ে সুন্দরবনের করমজলসহ বিভিন্ন এলাকায় টুরিস্ট ট্রলার বন্ধ রয়েছে।


More News Of This Category