,

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু, ১০৫৪ জন হাসপাতালে ভর্তি

ষূঢাকা, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৫৪ জন। এদের মধ্যে ঢাকায় ৬২৮ জন এবং ঢাকার বাইরে ৪২৬ জন ভর্তি হয়েছেন। সসআজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ হাজার ৩০৩ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি ২ হাজার ৩০৬ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ৯৯৭জন।ছচচলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ১৪ হাজার ৮৯৭ জন। এদের মধ্যে ঢাকায় ১০ হাজার ২৯২ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ৬০৫ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৩ জনের। এছাড়া ডেঙ্গু আক্রান্ত ১১ হাজার ৫১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


More News Of This Category