,

একই দিনে জয়ার দুই সিনেমা -দুই বাংলায়

বিনোদন ডেক্স, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪ডটকম) :বাংলাদেশ ও ভারতে সমান তালে কাজ করছেন জয়া আহসান। আগামী ৯ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে এই অভিনেত্রীর নতুন সিনেমা ‘ভূতপরী’।একই দিনে বাংলাদেশে মুক্তি পাবে আরেক সিনেমা ‘পেয়ারার সুবাস’।বাংলাদেশে জয়ার ‘পেয়ারার সুবাস’ মুক্তির খবরটি নিশ্চিত করেছেন পরিচালক নুরুল আলম আতিক ও সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান। আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তির জন্য ইতোমধ্যেই চলচ্চিত্র প্রযোজক সমিতিতে নিবন্ধন করা হয়েছে। ‘পেয়ারার সুবাস’-এ জয়া ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, নূর ইমরান মিঠু, সুষমা সরকারসহ অনেকে। এদিকে, সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ভূতপরী’তে জয়া ছাড়াও আছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্ত চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, বিষান্তুকসহ অনেকে।


More News Of This Category