,

১০০ কোটি ছাড়িয়েছে ফাইটার বক্স অফিসে

বিনোদন ডেক্স, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪ডটকম) : হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা ফাইটার মুক্তির চার দিনে ভারতীয় বক্স অফিসে ১০০ কোটির আয় ছাড়িয়েছে। স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, ২৫ জানুয়ারি মুক্তির প্রথম দিনে ভারতে ২২.৫ কোটি রুপি আয় করেছে ফাইটার।দ্বিতীয় দিন ৩৯.৫ কোটি আয় করে সিনেমাটি।   সবমিলিয়ে চারদিনেই সিনেমাটি ১০০ কোটির ঘরে প্রবেশ করে। রোববার দেশের ৩১.৫৬ শতাংশ সিনেমার বাজারে দখল রেখেছিল ফাইটার।   ভারতীয় বক্স অফিসে ৪ দিনে ফাইটারের আয় এখন ১১৮ কোটি রুপি। বিশ্বব্যাপী ১৮০ কোটির মতো আয় করেছে সিনেমাটি। ফাইটার’-এর মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন হৃতিক রোশন আর দীপিকা পাড়ুকোন। পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এটি হৃতিকের তৃতীয় সিনেমা।   সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ফাইটারে হৃতিক ও দীপিকার সঙ্গে আরও অভিনয় করেছেন অনিল কাপুর, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, প্রমুখ। বক্স অফিসের পাশাপাশি দর্শক ও সমালোচক মহলেও প্রশংসা পাচ্ছে সিনেমাটি। দর্শকরা বলছেন, ‘ভারতের বিমানবাহিনী নিয়ে নির্মিত সিনেমাগুলোর মাঝে সেরা এটি। ফোরডিতে দেখুন, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সুন্দর। ভারতীয় বিমানবাহিনীর মিশনগুলো দেখে শরীর শিউরে উঠবে। দারুণ বিনোদন…অসাধারণ সিনেমা…স্টান্ট সিকুয়েন্সগুলো অতুলনীয়, গল্পও শক্তিশালী, অ্যাকশন ওয়ান্ডারফুল।


More News Of This Category