,

কে হচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ এর নির্বাচন কমিশনার

বিনোদন, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪কম) : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে আলোচনা ও উন্মাদনা। ইতোমধ্যেই নতুন-পুরনো অনেক তারকারই নির্বাচনের প্রস্তুতি সেরে ফেলেছেন। অনেক আগেই অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল চমক রেখে প্যানেল প্রস্তুত করে রেখেছেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির মিটিং। এখানেই চূড়ান্ত হওয়ার কথা রয়েছে এবারের প্রধান নির্বাচন কমিশনার। তাইতো অনেকের মধ্যে প্রশ্ন- কে হচ্ছে ২০২৪-২৬ মেয়াদের প্রধান নির্বাচন কমিশনার? ২০২২-২৪ মেয়াদে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন পীরজাদা শহীদুল হারুন। তার বিরুদ্ধে আঙ্গুল তুলেছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এ নিয়ে কম চর্চা হয়নি। জানা গেছে, এবার আর প্রধান নির্বাচন কমিশনার থাকছেন না তিনি। এবারের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আলোচনায় বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, প্রযোজক-পরিচালক মোহাম্মদ হোসেন, খোরশেদ আলম খসরুসহ আরোও কয়েক জনের নাম শোনা যাচ্ছে। গত মেয়াদের নির্বাচনে মোহাম্মদ হোসেন আপিল বিভাগের সদস্য ছিলেন। কেউ কেউ বলছেন, এবার তিনিই হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। বৃহস্পতিবার বিকেল ৫টায় জানা যাবে কে হচ্ছেন আগামী নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার। এর আগে এ নিয়ে আগাম কেউ কথা বলতে নারাজ। তবে এ নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা থেমে নেই। বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে এক মহরত অনুষ্ঠান হয়। সেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অঙ্গনের অনেকেই। তাদের মধ্যেই বিষয়টি নিয়ে বেশ কানাঘুষা শোনা যায়। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেলোয়ার জাহান ঝন্টু, চিত্রনায়িকা অঞ্জনা রহমান, খোরশেদ আলম খসরু, শামসুল আলম, মো. ইকবাল, জাকির হোসের রাজু, মুশফিকুর রহমান গুলজারসহ অনেকেই। উল্লেখ্য, চলতি মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে তাকে নিষিদ্ধ করে চলচ্চিত্রের ১৭টি সংগঠন। সে সময় তারা জানায়, পীরজাদা হারুনকে চলচ্চিত্রের কোনও কাজে রাখা হবে না। পাশাপাশি বিএফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের পদত্যাগ দাবি করেন সংগঠনের নেতারা। তবে ১৭ সংগঠনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দাপিয়ে কাজ করছেন পীরজাদা হারুন। বিএফডিসির এমডিও দায়িত্ব পালন করে যাচ্ছেন।


More News Of This Category