,

বঙ্গবন্ধুর সমাধিতে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল শ্রমিক নেতৃবৃন্দের শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ),(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম):  টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আজ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের নবনির্বাচিত শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন শ্রদ্ধা নিবেদন করেছে।
শনিবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল চন্দ্র মজুমদার ও সাধারণ সম্পাদক মো. শাহ আলমের নেতৃত্বে নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এসময় বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন তারা।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন তারা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়। টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল ও প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের নবনির্বাচিত শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।


More News Of This Category