,

ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক শিশুর চমেকে মৃত্যু

চট্টগ্রাম, (এবিসি ওয়ার্ল্ড নিউজ২৪.কম):নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতদের মধ্যে চার বছর বয়সী মোবাশ্বেরা নামে আরও এক শিশুর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। সোমবার সকালে তার মৃত্যু হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, নোয়াখালীর ভাসানচরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মোবাশ্বেরা নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তার শ্বাসনালির বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছিল। এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি সকাল সোয়া ৮টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিস্ফোরণে শিশুসহ সাতজন আহত হয়। এদের মধ্যে ওইদিন সন্ধ্যায়  রাসেল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়। বাকি ছয়জনকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৩ জন শিশু ছিল। আজ (সোমবার) ৪ বছর বয়সী শিশু মোবাশ্বেরার মৃত্যু হয়। হাসপাতালে বাকিদের মধ্যে চিকিৎসাধীন রয়েছে- আমেনা খাতুন (২৪), জোবাইদা (২২), রবি আলম (৫), সোহেল (৫) ও রশমিদা (৩)।


More News Of This Category