,

জাতীয় পাট দিবস পালিত মাগুরায়

মাগুরা, (এবিসি ওয়ার্ল্ড নিউজ২৪.কম):  ‘বঙ্গবন্ধুর সোনার দেশ,স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আজ বুধবার জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বেলা ১১ টায় কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মেহেদুল ইসলাম, জেলা পার্ট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক সৈয়দ আলাউদ্দিন প্রমুখ। সভায় পাটজাত পণ্যের বহুমুখি ব্যবহার বৃদ্ধির আহবান জানান বক্তরা। মাগুরা জেলা পাট অধিদপ্তরের মুখ্য পাট অধিদপ্তরের কার্যালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।


More News Of This Category