,

রোমানিয়ার পপ গানের দল ‌ঢাকায় আসছে

বিনোদন ডেস্ক, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪ ডটকম): রোমানিয়ার ইলেকট্রো পপ গানের দল ‌‘একসেন্ট’। তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় দলটি।বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার পক্ষে সমর্থন দিয়েও ব্যান্ডটি দেশীয় গণমাধ্যমের শিরোনাম হয়েছিল। এবার একসেন্ট-ভক্তদের জন্য সুখবর।জানা গেছে, শিগগিরই বাংলাদেশ মাতাতে আসছেন দলটি। ২০২৪-২৫ সালের ‘লাইভ ট্যুর’র অংশ হিসেবে ঢাকায় আসবে ব্যান্ডটি।এরইমধ্যে বিষয়টি সামাজিকমাধ্যমে নিশ্চিত করেছেন একসেন্ট ভোকালিস্ট আদ্রিয়ান সিনা।ফেসবুক লাইভে এসে ছোট্ট একটি রিলে এই গায়ক বলেন, হ্যালো বাংলাদেশ! হ্যালো ঢাকা! বন্ধুরা, আমি অত্যন্ত খুশি। তোমাদের জন্য শিগগিরই একটি দারুণ খবর আসছে। অবশেষে এটা হতে যাচ্ছে। অনেকদিন পর ঢাকায় ফিরছে একসেন্ট।  তিনি আরও বলেন, আমি জানি, সেখানে আমার অনেক ভক্তরা রয়েছেন। অপেক্ষা আর সইছে না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।তবে এখনও একসেন্ট’র কনসার্টের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এর আগে ২০১৯ সালে প্রথমবার বাংলাদেশে এসেছিল একসেন্ট। একটি কনসার্টে তারা পারফর্মও করেছিল সেসময়।


More News Of This Category