আশুলিয়া,(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪ ডটকম):
সোমবার ৭ অক্টোবর বেলা ১ ঘটিকায় আশুলিয়ার দক্ষিণ বাইপাইলের পুজা মন্ডব পরিদর্শক করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহীনুর কবির ও আশুলিয়া থানার অফিসার্স ইনচার্জ আবু বকর সিদ্দিক।
এসময় তিনি বলেন, হিন্দুদের সবচেয়ে বড় উৎসব হলো শারদীয় দুর্গাপূজা। এই উৎসব কে কেন্দ্র করে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। এবার শারদীয় দুর্গাপূজা উৎসবের নিরাপত্তায় যৌথবাহিনীর পাশাপাশি থাকছে সাদা পোশাকে ডিবি পুলিশ, র্যাব, বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। তাছাড়া বিভিন্ন পুজা মন্ডবে সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
এসময় তিনি আরও বলেন, এবারে পুজা মন্ডবে যাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনের ছাত্ররা বিভিন্ন পুজা মন্ডবে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করবেন।
দুর্গা মা এবার দোলায় আসবে ঘটকে যাবে বলে মন্তব্য করে আশুলিয়া থানার পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র সরকার বলেন, শারদীয় দুর্গাপূজা এবার সাভার আশুলিয়ায় ১৮৮ টি মন্ডবে জাঁকজমকপূর্ণ ভাবে পালন করা হচ্ছে।
দক্ষিন বাইপাইল পুজা উদযাপন কমিটির সভাপতি গোপাল পোলান বলেন, এই মন্ডবে দীর্ঘ ২৫ বছর ধরে পুজা উদযাপন করে আসছি। আমরা এই পুজা উদযাপন করতে গিয়ে এলাকাবাসীসহ সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা পেয়ে থাকি।
এসময় আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক প্রদীপ বাবুসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।