খুলনা, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪ ডটকম): অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি ত্বরান্বিত করতে অন্তর্র্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।তিনি বলেন, আমাদের অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা দেখা উচিত নয়, এ জন্য বিএনপি সব ধরনের সমর্থন দিচ্ছে, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে দ্রুত প্রস্তুতি নিতে হবে।বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ হাদিস পার্কে বিএনপির খুলনা মহানগর শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব বলেন।খুলনা মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।মঈন খান বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সৎ নেতা ছিলেন এবং জনগণের বৃহত্তর স্বার্থে রাজনীতি করতেন। বিএনপি সব সময় দেশের গণতন্ত্র রক্ষা ও উন্নয়নের রাজনীতি করেছে।এসময় তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ও তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজনীতিতে কোনো বিরোধী কন্ঠস্বর থাকতে দেয়নি। স্বাধীনতার পর আওয়ামী লীগ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়।বিএনপির এ নেতা বলেন, গণতন্ত্রের অগ্রগতি নিশ্চিত করতে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি