রংপুর, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪ ডটকম) : আনসার ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, নতুন এই বাংলাদেশে নতুন রুপে আনসার ভিডিপি বাংলার মাটি ও মানুষের আস্থার প্রতীক হিসেবে কাজ করছে যা দৃশ্যমান হচ্ছে। সামাজিক নিরাপত্তার ক্ষেত্রগুলোতে তিনি আনসার-ভিডিপির ভূমিকা বাড়াতে চান। সেজন্য এই বাহিনীকে সুশৃঙ্খল ও সুসংগঠিত করতে ব্যপক তৎপরতা চালানো হচ্ছে।
তিনি আজ শনিবার বিকেলে রংপুর নগরীর মাহিগঞ্জ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, আনসার ভিডিপি’র রংপুর রেঞ্জ পরিচালক মোহাম্মদ আব্দুস সামাদ, রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম, গাইবান্ধা জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী, সার্কেল অ্যাডজুটেন্ট রাসেল আহমেদ, সদর উপজেলা আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে দুইশ’ কম্বর বিতরণ করা হয়। এসময় চলতি শীত মৌসুমে উত্তরাঞ্চলের সমগ্র জেলায় দুস্থ, অসহায় শীতার্ত মানুষের মাঝে ১৬ শত শীতবস্ত্র বিতরণের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়।