,

মহান বিজয় দিবস উদযাপন করেছে ফায়ার সার্ভিস

ঢাকা,(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪ ডটকম): শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

আজ সোমবার ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে আলোকসজ্জা, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাংকন প্রতিযোগিতা, প্রীতি ক্রিকেট ম্যাচ এবং শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া আয়োজনের মাধ্যমে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।

এতে বলা হয়, ১৬ ডিসেম্বর সকাল ৯টায় কর্মকর্তাদের নিয়ে ঢাকার মিরপুর ট্রেনিং কমপ্লেক্সের শহিদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

এ সময় অধিদপ্তরের পরিচালকরা, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ অন্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এরপর কর্মকর্তা-কর্মচারীদের ছেলে-মেয়েদের অংশগ্রহণে বাংলাদেশ ও মহান মুক্তিযুদ্ধের উপর চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বেলা ১১টা থেকে মিরপুর ট্রেনিং কমপ্লেক্স বনাম ঢাকা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে টি-২০ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ক্রিকেট ম্যাচে ঢাকা বিভাগ জয় লাভ করে।

দেশের সব ফায়ার সার্ভিস স্টেশনে সব সদস্যের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।

জোহর নামাজ শেষে ফায়ার সার্ভিসের সব মসজিদে দোয়া আয়োজনের মধ্য দিয়ে সারাদিনের কর্মসূচি সমাপ্ত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি বিভাগীয়, জেলা অফিস ও সব ফায়ার স্টেশনে নানা কর্মসূচি পালিত হয়। ১৫ ডিসেম্বর সন্ধ্যা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরসহ সারাদেশের বিভাগীয় অফিস, জেলা অফিস এবং ফায়ার স্টেশনগুলোতে আলোকসজ্জা করা হয়।

এ ছাড়া সাভার জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গভবনসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিনিরাপত্তার জন্য গাড়ি-পাম্প ও জনবল মোতায়েন করা হয়।


More News Of This Category