নাটোর, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : জেলার নলডাঙ্গা উপজেলায় আজ মাধনগর শামছুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এককোটি একলাখ টাকা ব্যয়ে দ্বিতল এই একাডেমিক ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করে।
আজ শনিবার নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এই ভবন উদ্বোধন করেন।
মাধনগর শামছুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আব্দুল আলিম, মাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার মৃধা প্রমুখ।