,

বেলকুচিতে ডিগ্রী পরীক্ষার বিশেষ সুযোগ দানের জন্য মানব বন্ধন

সিরাজগঞ্জ, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪. কম) : 
সিরাজগন্জের বেলকুচিত সরকারী কলেজের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ২০২০ সালের ডিগ্রি চুরান্ত পরীক্ষার বিশেষ সুযোগ দানের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের সদয় দৃষ্টি আকর্ষন করে মানব বন্ধন করেছে।
বৃহস্পতিবার(১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বেলকুচি সরকারী কলেজের শহীদ মিনার সংলগ্ন ডিগ্রি চুরান্ত পরীক্ষার বিশেষ সুযোগ দানে প্রায় ৭০জন শিক্ষার্থীদের এই মানব বন্ধনে উপস্থিত ছিলেন
এ সময় মানববন্ধনে আাসা শিক্ষার্থীরা বলেন্ আমাদের শেষ বারের মত ২০২০ সালের ডিগ্রি চূড়ান্ত পরীক্ষার বিশেষ সুযোগ দানের মাধ্যমে পরীক্ষায় অংশ গ্রহন সুযোগ করে দেওয়ার দাবি জানাই। ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা যে ভাবে বিশেষ সুযোগের মাধ্যমে ডিগ্রী চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন আমরাও ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিশেষ সুযোগে পরীক্ষায় অংশ নিতে পারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও উধ্বর্তন কতৃপক্ষের কাছে অনুরোধ করছি।
না হলে অনিশ্চিত ভবিষ্যত নিয়ে বেচে থাকতে হবে বলে শিক্ষার্থীরা জানান।


More News Of This Category