ঢাকা, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এডুকেশন অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম।
আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন উপলক্ষে আজ বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি (বিএসপিএস) তাকে বুধবার এ সম্মাননা দেন ।
অনুষ্ঠানে আইনজীবী ব্যারিস্টার এম আমিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে এই সম্মাননা তুলে দেন।
বিএসপিএসের চেয়ারম্যান অধ্যক্ষ এম শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম. শমসের আলী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. কামাল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এএইচএম মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।