“আশরাফুল ইসলাম”
(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: নুরুল আলম শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘শিক্ষা উন্নয়ন’ ক্যাটাগরিতে “এটিএন বাংলা – উন্নয়নে বাংলাদেশ ২০২২” নির্বাচিত হয়েছেন। এটিএন বাংলার উপদেষ্টা ( অনুষ্ঠান ও সম্প্রচার) তাশিক আহমেদ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
আগামী ৫ মার্চ ২০২৩ তারিখ রবিবার সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর ৮ নম্বর ফ্লোরে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
অ্যাওয়ার্ড প্রাপ্তি সম্পর্কে উপাচার্য মহোদয়ের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, “ অ্যাওয়ার্ড পেলে সবাই খুশি হয়, আমিও খুশি। ‘এটিএন বাংলা – উন্নয়নে বাংলাদেশ ২০২২’ অ্যাওয়ার্ড এ মনোনীত হয়েছি, এজন্য এটিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।” এছাড়াও তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে চান।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আনিসুল হক প্রধান অতিথি হিসেবে এই অ্যাওয়ার্ড প্রদান করবেন। এছাড়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।