,

নড়াইলের ৩ উপজেলায় ৭১৪ জন শিক্ষার্থী পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব

নড়াইল, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : জনশুমারী ও গৃহগণনা ২০২১ প্রকল্পের অধীন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নড়াইল জেলার ৩ উপজেলার ১১৯টি সরকারী ও এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের সরকারি মাদ্রাসার ৯ম ও ১০ম শ্রেণীর সমন্বিত মেধা তালিকার (প্রথম, দ্বিতীয় ও তৃতীয়) ৭শ’১৪ জন শিক্ষার্থী পাচ্ছে ট্যাব।
নড়াইল জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিস আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের ২৪ জন ছাত্র-ছাত্রীর মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো: নজরুল ইসলামের সভাপতিত্বে¡ ট্যাব বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ফকরুল হাসান,জেলা শিক্ষা কর্মকর্তা এস,এম, ছায়েদুর রহমান, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস,নড়াইল প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনামুল কবীর টুকু,পরিসংখ্যান কর্মকর্তা তপন কুমারসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
জেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার ৫৬টি সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের সরকারি মাদ্রাসার ৩৩৬ জন শিক্ষার্থী, লোহাগড়া উপজেলার ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০৪জন শিক্ষার্থী এবং কালিয়া উপজেলার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭৪জন শিক্ষার্থীর মাঝে ট্যাব প্রদান করা হবে।


More News Of This Category