,

রোদ-বৃষ্টি উপেক্ষা করে জয় বাংলা বাইক সার্ভিস দিচ্ছে জাবি ছাত্রলীগ

“আশরাফুল ইসলাম” (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের জয় বাংলা বাইক সার্ভিস সহ বিভিন্ন সেবা দিচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

১৮ জুন (রবিবার) ‘আইবিএ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঁচ দিনব্যাপী ভর্তি পরীক্ষা শুরু হয়। এবারে ভর্তি পরীক্ষায় আটটি ইউনিটে প্রায় ২ লাখ ৪৯ হাজার ৮ শত ৫৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন ভাবে সেবা দিচ্ছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

প্রতিকূল আবহাওয়ায় শিক্ষার্থীদের সময় মতো কেন্দ্রে পৌঁছে দেওয়া, বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করা সহ প্রয়োজনে থাকার ব্যবস্থা করে দিতে দেখা যায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক সরোয়ার শাকিল বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম বর্ষ থেকেই আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে “জয় বাংলা” বাইক সার্ভিসের মাধ্যমে নির্দিষ্ট সময়ে সঠিক কেন্দ্রে পৌঁছে দেয়ার চেষ্টা করে আসছি। এটি আমার কাছে সবচেয়ে প্রশান্তির কাজ মনে হয়। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের অনুপ্রেরণায় এবারও ঝড়-বৃষ্টি উপেক্ষা করেও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যাচ্ছি।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘ রোদ-বৃষ্টি-ঝড়ে সবসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলো এবং থাকবে। প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্র সমাজ সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ যেকোনো প্রতিকূল পরিবেশে সাধারণ শিক্ষার্থীদের সাথে থাকবে। ‘


More News Of This Category